• সদ্যপ্রাপ্ত সংবাদ

    বামনায় বিএনপির দশদফা কর্মসূচিতে পুলিশের বাধা

     


    মোঃ শাকিল আহমেদ, বরগুনা: বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ১০ দফা দাবীতে বরগুনার বামনা উপজেলা বিএনপি’র আয়োজনে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা পুলিশী বাঁধায় পন্ড হয়েছে।

     এসময় বিএনপে নেতা কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ রানা।

    শনিবার(১১ ফেব্রুয়ারী) সকাল ১১টায় দলটির নেতাকর্মীরা উপজেলা সদরের কার্যালয় থেকে পদযাত্রা শুরু করলে পুলিশ বাঁধা দেয়। পরে তারা সদর ইউনিয়নের সোনাখালী বাজার থেকে পদযাত্রা শুরু করেন। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে পুনরায় বাঁধার সৃষ্টি করেন। ব্যানার ছিনিয়ে নেন। এসময় পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করলে পদযাত্রাটি পন্ড হয়।

    উপজেলা বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ রানা বলেন, আমার বাসা পুলিশ অবরুদ্ধ করে রাখেন। পরে বের হয়ে বিএনপি কার্যালয়ে যাই। সেখানে আগত নেতাকর্মীদের পুলিশ ঘিরে রাখে। তবে আমরা সংঘাত এড়াতে সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে সোনাখালী বাজার থেকে বুকাবুনিয়া ইউনিয়নের কালাইয়া বাজারে গিয়ে সমাবেশ করার জন্য রওনা হই। যখন পদযাটি শুরু করবো তখনই পুলিশ এসে ব্যানার ছিনিয়ে নেয়। নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করে।

    পদযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা, যুগ্ম আহ্বায়ক ইকবাল কোরাইশী বাবু, খন্দকার ইসা হায়দার, মিজানুর রহমান মজনু, মশিউর রহমান হাসিব, মারুফ হোসেন, ছাত্র দল সদস্য সচিব মোঃ সজিব হোসেন মুন্নাসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

    এব্যাপারে বামনা থানা অফিসার ইনচার্জ মো. বশির আলম বলেন, বামনায় বিএনপির কোন সমাবেশই হয়নি। পুলিশ টহলে ছিলো, তাদের দেখে বিএনপির নেতারা যদি চলে যায় তাহলে পুলিশের কি করার আছে।

    প্রকাশিত শনিবার ১১ ফেব্রুয়ারী ২০২৩