চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের ও পার্কভিউ হসপিটালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর
চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ও পার্কভিউ হসপিটালের সৌজন্যে এক যৌথ পরিচিতি সভা অদ্য ১২ ফেব্রুয়ারি ২০২৩ ইং, রবিবার নগরের জিইসি মোড় দি কপার চিমনী রেস্টুরেন্টে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়। সভাপতি মোঃ অহিদ চৌধুরী স্বপন ও কার্যকরী সভাপতি মোঃ আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মনসুর আলম চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জনাব এটিএম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব মাহবুবুল আলম। জনাব এটিএম পেয়ারুল ইসলাম বলেন, পরস্পর পরস্পরের প্রতি সহযোগিতা করে দেশের আর্থিক অবস্থানকে উন্নত করতে সরকারের পাশাপাশি তাদের কথা তুলে ধরেন। যারা তাদের ব্যবসার কর্মচারী রয়েছে তাদেরকে উন্নত করা যায় তার দিক তুলে ধরেন। এই অনুষ্ঠানে প্রায় ৬২টি মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে এই প্রোগ্রামে সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি পার্কভিউ হসপিটালের কিছু ভালো অবস্থান তার বক্তব্যে পেশ করেন। এই প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে পার্কভিউ হসপিটালের জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ উপস্থিত থেকে হসপিটালের বিশেষায়িত সেবার দিকগুলো তুলে ধরেন এবং সবাইকে পার্কভিউ হসপিটালের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্কভিউ হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর ডাঃ এটিএম রেজাউল করিমের পক্ষ থেকে শুভেচ্ছা ও দাওয়াত প্রদান করেন।পার্কভিউ মার্কেটিং টিমের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের পক্ষে মার্কেটিং ম্যানেজার জনাব জাহেদুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ জনাব নেজাম উদ্দিন, এক্সিকিউটিভ আব্দুস সোবহান, আব্দুর রাজ্জাক, মশিউর রহমান, জহিরুল ইসলাম ও মোঃ সালমান উপস্থিত ছিলেন।এই প্রোগ্রামে চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের সাথে পার্কভিউ হসপিটালের একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর হয় যার মাধ্যমে চিটাগাং শপ ওনার্স এসোসিয়েশন চিকিৎসা ক্ষেত্রে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
প্রকাশিত সোমবার ১৩ ফেব্রুয়ারী ২০২৩
প্রকাশিত সোমবার ১৩ ফেব্রুয়ারী ২০২৩