পাকিস্থানের মসজিদে বোমা হামলায় দেড় শতাধিক হতাহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৩২ জন নিহত এবং কমপক্ষে দেড় শতাধিক আহত হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) ওই মসজিদে বিপুল সংখ্যক মানুষ নামাজের জন্য জড়ো হওয়ার পর সেখানে বিস্ফোরণটি ঘটে। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
পুলিশ কর্মকর্তা সিকান্দার খান বার্তাসংস্থা রয়টার্সকে জানান, মসজিদ ভবনটির একটি অংশ ধসে পড়েছে এবং বেশ কয়েকজন এর নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, ৯০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে, এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।