৪ চার মণের নিসিদ্ধ শাপলা পাতা মাছ সহ আটক ১ এক
বরগুনা পাথরঘাটায় ১৫০ কেজি বা প্রায় ৪ মণ ওজনের শাপলা পাতা মাছসহ কবির নামে এক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।
কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাফায়েত আবরার বলেন, চরলাঠিমারা থেকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের প্রধান সড়ক হয়ে টমটমে অবৈধ শাপলা পাতা মাছ নিয়ে যাবে এমন তথ্য পাই।
ঘটনাস্থলে আগে থেকেই অপেক্ষা করি আমরা। সকাল আটটার দিকে সেই টমটম দেখলে থামিয়ে ১৫০ কেজি অবৈধ শাপলা পাতা মাছসহ কবির নামে একজনকে আটক করতে সক্ষম হয় পাথরঘাটা কোস্টগার্ড।
পরে আটক কবিরকে পাথরঘাটা বন বিভাগের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং জব্দকৃত শাপলা পাতা মাছ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।