সীতাকুণ্ডে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেলো ৬৫ শিশু-কিশোর
সীতাকুন্ড প্রতিনিধি ঃ চট্টগ্রামের সীতকুণ্ডে টানা ৪০ দিন এশার ও ফজরের নামাজ জামাতে পড়ায় ৬৫ জন শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেয়া হয়। উপজেলার দক্ষিণ বগাচতর মজর উল্লাহ ভূঁইয়া বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে গতকাল সকালে শিশু-কিশোরদের হাতে এ সাইকেলগুলো উপহার হিসেবে তুলে দেয়া হয়। এ সময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন ভূঁইয়ার পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ, এম তাজুল ইসলাম নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের সাবেক চিপ ইঞ্জিনিয়ার নাজমুল হক ভূঁইয়া, স্থানীয় ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মোমিনুল ইসলাম মামুন ভূঁইয়া, আমেরিকা প্রবাসী এমরান হোসেন ভূঁইয়া ও ফরহাদ হোসেন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক ভূঁইয়া, মাওলানা আব্দুস সালাম ও তোফাজ্জল হোসেন ভূঁইয়া। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম বলেন, এলাকার শিশু-কিশোরদেরকে নিয়মিত নামাজি হিসেবে গড়ে তোলার উৎসাহ প্রদানের জন্য ফজর এবং এশার নামাজ জামাতে পড়ার এ প্রতিযোগিতার আয়োজনটি করি। এতে প্রাথমিকভাবে ৬৯ জন শিশু-কিশোর রেজিস্ট্রিশন করলেও ৪ জন প্রতিযোগী নিয়মিত হতে পারেনি। তাই ৬৫ জনকে সাইকেল উপহার দেয়া হয়। পুরস্কারপ্রাপ্ত কিশোর সাব্বির আনোয়ার বলেন, এ প্রতিযোগিতা আমাদেরকে নিয়মিত জামাতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে।
প্রকাশিত শনিবার ২৮ জানুয়ারি ২০২৩