গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.) ওরশ আজ
এশিয়া উপমহাদেশের অন্যতম ঐতিহ্যবাহী দরবার মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সারাফতের প্রতিষ্ঠাতা, ইমামুল আউলিয়া, আওলাদে রাসুল (সাঃ) গাউছুল আজম হযরত শাহছুফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) (প্রকাশ হযরত কেবলা) এর ১১৭তম বার্ষিক ওরশের প্রধান দিবস (১০ মাঘ) আজ মঙ্গলবার ২৪ জানুয়ারী রাতে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে আখেরী মোনাজাত’র মধ্যে দিয়ে সম্পন্ন হবে।
১১৭ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিবছর এই মহান অলীর ওফাত (তিরোধান) দিবসের স্মরণে ১০ মাঘ বংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও ভারত, পাকিস্তান,নেপাল,বার্মা,ইরাক,সং
সোমবার গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.) এর রওজা শরীফের গোসল শরীফ ও গিলাফ চড়ানো সহ বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।আজ মঙ্গলবার বিভিন্ন মঞ্জিলে মহা সমারহে পালিত হবে দিনটি। আখেরী মোনাজাত পরিচালনা করবেন যথাক্রমে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজাদ্দাশীন সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি,গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে সাজাদ্দাশীন সৈয়দ ডা.দিদারুল হক মাইজভান্ডারি,গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মো.হাসান মাইজভান্ডারী,গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন ছৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী,গাউছিয়া মঈনিয়া মঞ্জিলের সাজাদ্দাশীন সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী,সৈয়দ মনিরুল হক মাইজভান্ডারির পক্ষে পুত্রগন সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভান্ডারি, সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল মাইজভান্ডারি, গাউছিয়া আমিন মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ সামশুল আরেফীন মাইজভান্ডারী।
প্রতিবছর মাইজভাণ্ডার দরবার শরীফের এই সর্বপ্রধান উপলক্ষ্যকে কেন্দ্র করে প্রায় দশদিনব্যপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। গাউছুলআজম মাইজভাণ্ডারীর ওরশে আগত দেশ বিদেশের আশেক-ভক্ত, জায়েরীনদের জন্য থাকা-খাওয়া,স্যানিটেশন, প্রাথমিক চিকিৎসা,পার্কিং,নিরাপত্তা,নির্
এদিকে ওরশ উপলক্ষে আলোসজ্জা করা হয়েছে হযরত আহমদ উল্লাহ (ক.) রওজাসহ অন্যান্য রওজা এবং মঞ্জিল গুলো। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন অঞ্চল থেকে আশেকানে মাইভান্ডারী ভক্তরা ভক্তরা আসছেন বলে দরবার সূত্রে জানিয়েছে।
ওরশে আগত আশেক, ভক্ত,মুরিদান, জায়েরীনদের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য ১জন ম্যাজিষ্টেট’র পাশাপাশী ফটিকছড়ি উপজেলা প্রশাসন, র্যাব, পুলিশ, আনসার,স্ব স্ব মঞ্জিলের স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন, এছাড়া ওরশ শরীফে ক্লোজ-সার্কিট ক্যামেরা ও ভিডিও চিত্র ধারণের মাধ্যমে সার্বক্ষণিক নজরধারী করা হচ্ছে
প্রকাশিত সোমবার ২৪ জানুয়ারি ২০২৩