• সদ্যপ্রাপ্ত সংবাদ

    সিভাসুর নতুন ভিসি লুৎফুল আহসান

     

    ২৬ বছর আগে পঞ্চাশ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়। সেই পঞ্চাশ জনের একজন অধ্যাপক ড. এএসএম লুৎফুল আহসান। যেই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন, সেই প্রতিষ্ঠানই দেখভালের সম্পূর্ণ দায়িত্ব কাঁধে চেপেছে তাঁর ওপর। 
    রবিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ পেয়েছেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা: রোখছানা বেগম এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন।

    আগামী চার বছর এই দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে তিনি সিভাসু’র এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগে দায়িত্ব পালন করছিলেন। 

    অধ্যাপক ড. এএসএম লুৎফুল আহসান চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করেন। 

    তিনি ২০০৩ সালে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। উপাচার্য পদে নিয়োগের আগে তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক পদে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

    একইসাথে তিনি বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও কৃষিবিদ ইনস্টিটিউশনের আজীবন সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী প্রগতিশীল শিক্ষক ফোরামের ২০২২-২০২৩ সালের কার্যকরী কমিটির একজন সদস্য।
    প্রকাশিত রবিবার ০১ জানুয়ারি ২০২২