পুলিশের স্টিকারযুক্ত গাড়িতে গরু চুরি, ২ চোর আটক
সীতাকুণ্ড প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইবেট কারে পুলিশের নেইম-প্লেট লাগিয়ে মুরাদপুর গ্রামে প্রবেশ করে একটি গরু কারে কারের ভিতর করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছেন দুই চোর কারসহ।
এলাকাবাসী দুই গরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের বাংলাবাজার আলমের ঘর গরু সিয়ে যাওয়ার সময় আটক করেছে দুই গরুচোরকে ।
এসময় একটি প্রাইভেট কার ও একটি গরু জব্দ করা হয়। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আটককৃত হলো- পূর্ব মুরাদপুর এলাকার শম্ভু কুমার নাথের ছেলে শাওন (২২) ও উত্তর মুরাদপুর তেলিপাড়ার নুরুল হুদার ছেলে আমির হোসেন ( ১৯) ।
আটককৃতদের কে পুলিশে সোপর্দ করলে পুলিশ গরু চুরির মামলা দায়ের করে কোর্টে প্রেরন করে রিমান্ড চাইবেন বলে সীতাকুন্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান।
উল্লেখ, ইতিপূর্বে সীতাকুন্ডের বিভিন্নস্হানে বেশ কিছু গরু চুরি হয়েছে,বাড়বকুন্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্যাহর তিনটি, বাড়বকুণ্ড রঙ্গিপাড়া মহিলা মেম্বারের দুইটি,নতুনপাড়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধি সাহাবুদ্দিনের বিশাল বড় একটি সহ অনেক গরু চুরি হয়।চোর ধরতে না পাড়ায় কেহ মামলা করে বারতি জামেলায পরবে বলে মামলা করেনি।