পার্কভিউ হসপিটাল কর্তৃক ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
পার্কভিউ হসপিটালের নিয়মিত সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে এক পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অদ্য ০৮ জানুয়ারী , রবিবার, সকাল ৯ ঘটিকা হতে দিনব্যাপী পরিচালিত হয়। পার্কভিউ হসপিটালের মার্কেটিং ম্যানেজার জনাব জাহেদুল ইসলাম ও মার্কেটিং অফিসারবৃন্দ- জনাব আব্দুস সোবহান, , জনাব আব্দুর রাজ্জাক, জনাব সালমান এবং হাউসকিপিং অফিসার জনাব মো: সাইফুদ্দীন ও জনাব মো: আরিফ এর তত্ত্বাবধানে হাউসকিপিং টিম এ কার্যক্রম পরিচালনা করেন।
এ কার্যক্রমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আরেফিন আজিম , আবাসিক মেডিকেল অফিসার ডা: উপল চৌধুরী, জুনিয়র কন: (গাইনী) ডা: শামীমা আকতার , এম.ও.জু.ক. (মেডি.) ডা: ইমরুল কায়সার, জুনিয়র কন: (মেডিসিন) ডা: মনিষ সাহা রায়, মেডিকেল অফিসার ডা: উম্মে তামিমা, মেডিকেল অফিসার ডা: আয়েশা রওশন নিপা, মেডিকেল অফিসার ডা: রাকেশ ত্রিপুরা, সহকারী সার্জন ডা: সৈয়দ মিশকাতুন নূর, সহকারি সার্জন ডা: এস. এম. এম. কায়সার, মেডিকেল অফিসার ডা: জিয়াউর রহমান, সহকারী সার্জন ডা: মুন্না পাল, সহকারি সার্জন ডা: মুহাম্মদ সিফাত উল্লাহ পাটোয়ারী।
পার্কভিউ হসপিটালের এ সামাজিক কার্যক্রম চট্টগ্রামের অন্যান্য হাসপাতালেও পরিচালিত হবে।