রূপগঞ্জে তাওলাদ বাহিনীর তিন সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী তাওলাদ বাহিনীর তিন সদস্যকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১।
রোববার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সন্ত্রাসী বাহিনী প্রাইভেটকার যোগে অস্ত্রবহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রূপসী কাঞ্চন সড়কের গঙ্গানগর এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্ত্রাসী মামুন, সোহাগ ও তারিকুলকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এসময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, র্যাব সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানান, আটককৃতরা সবাই রূপগঞ্জের মাছিমপুর এলাকার সন্ত্রাসী তাওলাদ বাহিনীর সদস্য। তাওলাদের নামে ছয়টি হত্যাকাণ্ডসহ বিভিন্ন থানায় অন্তত দুই ডজন মামলা রয়েছে। গত ইউপি নির্বাচনেপ্রতিদ্বন্দ্বী প্রার্থীকে জিন্মি করে তাওলাদ মাছিমপুর এলাকার ইউপি সদস্য নির্বাচিত হয়।