ঘন কুয়াশার কারনে ঢাকা আমতলী রুটের বাস ও ট্রাক সংঘর্সে আহত ১০ জন।
মোঃ শাকিল আহমেদ, বরগুনাঃ ঢাকা কুয়াকাটা সড়কের আমতলী সাহেব বাড়ি বাস স্টেশনে বাস ট্রাক সংঘর্ষে দশ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের মধ্যে বেশির ভাগই আমতলী সরকারি কলেজর ছাত্র।
মঙ্গলবার ২৭ ডিসেম্বর সকাল সাতটার সময় আমতলী কুকুয়া ইউনিয়নের সাহেব বাড়ির বাসস্ট্যান্ডের কাছে আকন বাড়ি মসজিদের সামনে।
প্রতক্ষ্যদর্শীরা জানান ঘন কুয়াশার কারনে এই দূর্ঘটনাটি ঘটেছে। একটি মাহেন্দ্র গাড়িকে সাইড কাটাতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী মোল্লা পরিবহন পিছন থেকে আসা ভাঙ্গারী মালামাল বোঝাই একটি মিনি ট্রাক কে ধাক্কা দিলে এই দূর্ঘটনাটি ঘটে।
চুনাখালী বাসস্ট্যান্ড থেকে উঠে আসা আমতলী সরকারি কলেজের ছাত্র সহ দশ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়েছে, আমতলী থানা পুলিশ।
প্রকাশিত মঙ্গলবার ২৭ ডিসেম্বর ২০২২