বরগুনায় আর্জেন্টিনার সমর্থনে আনন্দ মিছিল
মোঃ শাকিল আহমেদ, বরগুনা। সেমির লড়াইয়ে প্রথম ম্যাচে কয়েক ঘন্টা বাদেই মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা ও ইউরোপের দেশ ক্রোয়েশিয়া।
তার আগে আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা করেছে হাজারো সমর্থক।
মঙ্গলবার ১৩ ডিসেম্বর বিকার ৫ টার দিকে আমতলী পৌর শহরের সিনামা হলের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়।পরে বিভিন্ন সড়ক ঘুরে শেষে সিনামা হলের সামনে এসে শেষ হয়।
স্থানীয়রা জানান ঘন্টা ব্যাপী চলা এই শোভাযাত্রয় আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরে ৫ শতাধিক যানবাহনে অংশ নেন হাজারও সমর্থক। এতে বিভিন্ন বয়সী ও নানা শ্রেনীর মানুষ অংশ গ্রহন করেন।
দুই শতাধিক ব্যাটারিচালিত রিক্সা ও বেশ কয়েকটি পিকআপ ভ্যান ও মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন।সকলেরই আশা আর্জেন্টিনাই বিশ্বকাপ ট্রফি জিতবে।
প্রকাশিত মঙ্গলবার ১৩ ডিসেম্বর ২০২২