• সদ্যপ্রাপ্ত সংবাদ

    নোংরা ভাষা ব্যবহার করলে দাঁতভাঙা জবাব, বিএনপিকে কাদের

     

    মানিকগঞ্জ: আওয়ামী লীগের বিরুদ্ধে নোংরা ভাষা ব্যবহার করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে বিএনপি নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেয়াদবির জন্য বিএনপি নেতাদের তালিকা ধরে ধরে জবাব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

    রোববার (১১ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

    বিএনপি নেতাদের সতর্ক করে ওবায়দুল কাদের বলেন, ‘নেতাদের নামে বেয়াদবি এবং নোংরা ভাষা ব্যবহার করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

    সেতুমন্ত্রী বলেন, বিএনপির সংসদ থেকে পদত্যাগ সিন্ধুর মাঝে বিন্দু। এতে সংসদ অচল হবে না। এই বুদ্ধি যারা দিয়েছেন তারা অচিরেই পস্তাবেন।

    তিনি আরও বলেন, পতন যখন শুরু হয় তখন মানুষ ইচ্ছার বাইরেও ভুল করে। বিএনপির সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্তও ভুল।

    সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিনকে সভাপতি ও অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন ওবায়দুল কাদের।
    প্রকাশিত রবিবার ১১ ডিসেম্বর ২০২২