বামনায় ১০ দশ টি গরুসহ চোর আটক
বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নে দশটি গরুসহ দুইজন চোরকে আটক করেছে বামনা থানা পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায় পূর্ব বুকাবুনিয়া গ্রামের গরুর ব্যাপারী কামালের বাড়ি থেকে ৮টি চোরাই গরু ও ২টি বাছুর ৩০.১২.২০২২ ইং তারিখ রোজ শুক্রবার রাতে উদ্ধার করেছে বামনা থানা পুলিশ।
এ সময় কামাল খা ও তার ছেলে সাইফুলকে আটক করা হয়েছে। পার্শ্ববর্তী নিজআমতলী গ্রামের আব্দুস শুকুর আকন, আব্দুল কুদ্দুস ও আব্দুল খালেকের চুরি হয়ে যাওয়া ৩টি গরু শুক্রবার রাতে কামাল খানের গোয়ালঘর থেকে তারা চিহ্নিত করে এলাকার লোকজনকে ডাকেন এবং বামনা থানায় খবর দেন।
এসময় বামনা থানার অফিসার ইনচার্জ বশির আলম এর নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আসামিদেরকে গ্রেপ্তার করেন এবং কামালের গোয়াল থেকে আটটি গরু ও দুটি বাছুর উদ্ধার করে।