• সদ্যপ্রাপ্ত সংবাদ

    চান্দগাঁও থানার ২০০০ পিসসহ আটক-১

      

    নগরীর চান্দগাঁও থানাধীন খেজুরতলা রেলগেইটস্থ মা মগদেশ্বরী মন্দিরের পশ্চিম পার্শ্বে পিংকী প্রঃ হিজরা পিংকীর ঘরে অভিজান পরিচালনা করে   দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এসময় হীজড়া পিংকী কে আটক করা হয়।

    বৃহস্পতিবার ৩ নভেম্বর রাতে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

    পুলিশ জানান  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাত সাড়ে ১২ টার দিকে  চান্দগাঁও থানাধীন খেজুরতলা রেইল গেইটস্থ মা মগদেশ্বরী মন্দিরের পশ্চিম পার্শ্বে পিংকী প্রঃ হিজরা পিংকীর ঘরের ভিতর থেকে ইয়াবাসহ   পিংকী প্রকাশ হিজরা পিংকী (২৬) কে গ্রেফতার করা হয়েছে। 
     
    চান্দগাঁও  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে আরো জানা যায়,  আসামী দীর্ঘদিন যাবৎ কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর এলাকায় সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করে আসছে। 

    আসামীর বিরুদ্ধে  চান্দগাঁও থানার মামলা নং-০৪, তাং-০৩/১১/২০২২ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়েছে।

    প্রকাশিত বৃহস্পতিবার ০৩ নভেম্বর ২০২২