পার্কভিউ হসপিটালে "বিশ্ব ডায়াবেটিস দিবস" উদযাপন
দিবসটির এবারের প্রতিপাদ্য 'আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন'।
ডায়াবেটিস নিয়ে জনসচেতনতা সৃষ্টি ও বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উপলক্ষে অদ্য সোমবার, ১৪ নভেম্বর, এক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে নগরীর পার্কভিউ হসপিটাল। 'রোড শো' প্রোগ্রাম আয়োজনের মধ্য দিয়ে এ সেমিনার দুপুর ১:৪৫ ঘটিকায় শুরু হয়। ডাঃ সালাহউদ্দিন এম. এ. এইচ. চৌধুরীর সঞ্চালনায় এ বৈজ্ঞানিক সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ রফিক উদ্দিন এবং নিউট্রিশনিস্ট হাসিনা আক্তার লিপি। প্যানেল অফ এক্সপার্টস হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এ. এস. এম. জাহেদ, ডাঃ মোঃ জসিম উদ্দীন, ডাঃ এম. এম. আলম সাদী, ডাঃ মোঃ রেজাউল করিম।
এ বর্ণাঢ্য অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের জেনারেল ম্যানেজার জনাব তালুকদার জিয়াউর রহমান শরীফ, ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মোঃ হুমায়ুন কবীর, হেড অফ অপারেশন জনাব নায়ীমুর রহমান, হেড অফ মার্কেটিং জনাব জাহেদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রকাশিত সোমবার ১৪ নভেম্বর ২০২২