• সদ্যপ্রাপ্ত সংবাদ

    বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার নিন্দা

     

    বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার নিন্দা জানিয়েছেন বিশিষ্টজনেরা। 

    শুক্রবার (৪ নভেম্বর) নাসির উদ্দীন ইউসুফের সই করা বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

    বিবৃতিতে বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধারের নামে বিরোধী রাজনৈতিক দলের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক অপশক্তির যোগসাজশে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এই আন্দোলনকারীদের মূল লক্ষ্য।

    বিবৃতিদাতারা সোচ্চার কণ্ঠে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছেন।

    এতে বলা হয়, মুখে গণতন্ত্রের কথা বললেও চিহ্নিত হামলাকারীরা যে প্রকৃতপক্ষে গণতন্ত্র এবং ভিন্নমতকে ধারণ করে না, এ সত্য নতুন করে আবার প্রমাণিত হলো। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের নামে কার্যত এই আন্দোলন মুক্তিযুদ্ধ ও মুক্তবুদ্ধিবিরোধী একটি অপকৌশল।

    বিবৃতিতে গ্রেফতারকৃত হামলাকারীদের দ্রুত বিচারিক আদালতে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পাশাপাশি দেশবাসীকে যেকোনও ধরনের নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

    বিবৃতিদাতারা হলেন— হাসান ইমাম, অনুপম সেন, সারওয়ার আলী, আবেদ খান, নাসির উদ্দীন ইউসুফ, শাহরিয়ার কবীর, মুনতাসীর মামুন, মুহাম্মদ সামাদ, গোলাম কুদ্দুছ, কাজী মুকুল ও আহকামউল্লাহ।

    প্রকাশিত শুক্রবার ০৪ নভেম্বর ২০২২