গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে, আমরা সরকার গঠন করবো
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে এবং আমরা সরকার গঠন করবো। এতে অব্যাহত থাকবে উন্নয়নের ধারা।’ শনিবার (৫ নভেম্বর) চট্টগ্রামের আনোয়ারায় বেশ কিছু উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
গণতান্ত্রিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘২০০৮ সালে আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে। এর পর থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। নির্বাচনে কারা এলো, কারা এলো না– সেটি কোনও বিষয় নয়।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন সাংবিধানিক বিষয়। আগামী নির্বাচনও সাংবিধানিক পদ্ধতিতে হবে। কেউ বাধা দিলে আমরাও মাঠে আছি। তাদের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের কথা জনগণ ভোলেনি। নির্বাচন এলেই বিএনপি টালবাহানা শুরু করে।’
মন্ত্রী এদিন আনোয়ারায় নবনির্মিত আনোয়ারা উপজেলা পরিষদ ভবন, আখতারুজ্জামান চৌধুরী বাবু পার্ক, শহীদ মিনার, আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ভরাট, অফিসার্স ক্লাব, আখতারুজ্জামান চৌধুরী বাবু গণপাঠাগার ও ডে-কেয়ার সেন্টার উদ্বোধন করেন।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমদ চৌধুরী, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
প্রকাশিত শুক্রবার ০৪ নভেম্বর ২০২২