• সদ্যপ্রাপ্ত সংবাদ

    পার্কভিউ হসপিটাল ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পাদন

     

    সমাজের উচ্চ থেকে নিম্ন স্তরের সকল শ্রেণীর মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত কল্পে এক সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠান পার্কভিউ হসপিটালের বোর্ড রুমে সকাল ১১ ঘটিকায় নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি ও পার্কভিউ হসপিটাল লিমিটেডের মধ্যে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি প্রতিনিধি দলে ছিলেন জনাব এম ফজল আহমদ হারুন- সভাপতি, জনাব বদিউল আলম সৌরভ -সিনিয়র সহ সভাপতি, জনাব মাহমুদুল হক পিয়ারু -সহ সভাপতি, জনাব মোঃ ইউনুস -সাধারন সম্পাদক, জনাব এস এম শাহেদুল ইসলাম -যুগ্ম সাধারণ সম্পাদক, জনাব এস এম আরিফ চৌধুরী- সাংগঠনিক সম্পাদক, জনাব মোঃ আজিজ উদ্দিন- প্রচার সম্পাদক,জনাব মোঃ জহির রায়হান -সদস্য, জনাব রেজাউল করিম মুরাদ -সদস্য।

    শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জনাব এম ফজল আহমদ হারুন বলেন, "পার্কভিউ হসপিটাল চট্টগ্রামে ইতিমধ্যেই চিকিৎসা সেবা ক্ষেত্রে  ব্যাপক সুনাম অর্জন করেছে। পার্কভিউ হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার  দিকটিও বেশ ভালো। পার্কভিউ হসপিটাল এ সেবা সর্বদা বজায় রাখবে এটাই কামনা।"

    পার্কভিউ হসপিটালের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর ডাঃ এটিএম রেজাউল করিম বলেন, "বেশ কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের প্রধান লক্ষ্য থাকে রোগীদের উন্নতমানের চিকিৎসা সেবা প্রদান করা। সে লক্ষ্যে আমরা বিশ্বের বিভিন্ন উন্নত হাসপাতালের ন্যায় ইউরোপিয়ান মেশিন আমাদের পার্কভিউ হসপিটালের সকল ডিপার্টমেন্টে সংযুক্ত করেছি। সমাজের ধনী থেকে দরিদ্র সকলেই যাতে সুলভে উন্নতমানের চিকিৎসা সেবা নিতে পারে সে লক্ষ্যেই মূলত: পার্কভিউ হসপিটালের সৃষ্টি। বিশেষ ক্ষেত্রে আমরা অসহায় অনাথদের বিনামূল্য চিকিৎসা সেবাও প্রদান করি। আশা করি এই চুক্তির মাধ্যমে দুটি সংস্থার মধ্যে সম্পর্কের আরো উন্নয়ন হবে।"

    পার্কভিউ হসপিটাল এর অন্যান্যদের মধ্যে  ছিলেন ডাঃ আহামদ রহিম- মেডিকেল ডাইরেক্টর (ল্যাব সার্ভিস), জনাব তালুকদার জিয়াউর রহমান শরীফ- জেনারেল ম্যানেজার, জনাব মোঃ হুমায়ুন কবীর- ডেপুটি জেনারেল ম্যানেজার, জনাব মোঃ নাঈমুর রহমান- হেড অফ অপারেশন, জনাব মোঃ জাহেদুল ইসলাম- হেড অফ মার্কেটিং, জনাব সরফুদ্দিন আহমেদ -এডমিন অফিসার, জনাব আব্দুল্লাহ আল হাসনাইন -এডমিন অফিসার, জনাব মোঃ নিজাম উদ্দিন -সিনিয়র অফিসার মার্কেটিং, জনাব মোঃ দিদারুল ইসলাম অনিক- বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ও জনাব মোঃ জহিরুল ইসলাম সোহেল- মার্কেটিং অফিসার প্রমূখ।
    প্রকাশিত সোমবার ১৭ অক্টোবর ২০২২