• সদ্যপ্রাপ্ত সংবাদ

    পার্কভিউ হসপিটাল লিমিটেডের অক্সিজেন প্লান্ট উদ্বোধন

     

    চট্টগ্রামে কোভিড মহামারীর ন্যায় বিভিন্ন দুর্যোগে রোগীদের সর্বোত্তম সেবা
    নিশ্চিত করতে ইউরোপ থেকে পার্কভিউ হসপিটালে সম্প্রতি আমদানি করা হয় Atlas
    copco ব্রান্ডের ৫৫ ঘনমিটার ক্যাপাসিটির অক্সিজেন প্লান্ট।

    আজ ১৮ অক্টোবর, মঙ্গলবার, বিকাল ২ ঘটিকায় পার্কভিউ হসপিটালের কনফারেন্স
    হলে শুরু হওয়া বর্ণাঢ্য এ প্রোগ্রামে নতুন অক্সিজেন প্ল্যান্টের শুভ উদ্বোধন
    ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয়
    পরিচালক (স্বাস্থ্য) ডাক্তার মোঃ সাখাওয়াত উল্লাহ , এবং বিশেষ অতিথি
    চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার মোঃ ইলিয়াছ চৌধুরী।

    শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠানের চেয়ারপার্সন ও পার্কভিউ হসপিটালের ম্যানেজিং
    ডাইরেক্টর ডাঃ এটিএম রেজাউল করিম বলেন, কোভিড মহামারীর ভয়াবহ দুঃসময়ে
    অক্সিজেনের ভয়ানক স্বল্পতার সময়ে আমরা ১৯ ঘনমিটার ক্যাপাসিটির নিজস্ব
    অক্সিজেন প্লান্টের মাধ্যমে রোগীদের নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করেছি এবং
    ভবিষ্যতেও যে কোন ধরনের দুর্যোগ এড়াতে আমরা নতুন ৫৫ ঘনমিটার ক্যাপাসিটির
    অক্সিজেন প্লান্ট সংযুক্ত করেছি। আমরা সকল দুর্যোগময় পরিস্থিতিতে স্বাস্থ্য
    সংশ্লিষ্ট সকল তদারকি সংস্হার সহায়তার বিষয়টি কৃতজ্ঞচিত্তে স্বীকার করছি
    এবং আশা করছি ভবিষ্যতে আমরা সকলের সহযোগিতায় স্বাস্থ্য সেবা ক্ষেত্রে আরো
    এগিয়ে যাবো।

    বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রামের মান্যবর সিভিল সার্জন ডাক্তার মোঃ ইলিয়াছ
    চৌধুরী বলেন, "সমাজের প্রতি দায়বদ্ধতা, জাতীয় দুর্যোগে এগিয়ে আসার বিষয়টি আমি
    পার্কভিউ হসপিটালের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ করেছি। করোনা মহামারীর
    দুর্দিনে চিকিৎসা, বিএম কন্টেইনারের অগ্নিদগ্ধদের নিবিড় চিকিৎসায় পার্কভিউ
    হসপিটালের ভূমিকা প্রশংসনীয়। ডাক্তারদের অবশ্যই রোগীদের প্রতি মানবদরদী হয়ে
    চিকিৎসা সেবা প্রদান করতে হবে এবং সকল ক্ষেত্রে ডাক্তারদের লিখিত ফলোআপ
    মেনটেইন করতে হবে।

    প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)
    ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ মহোদয় বলেন," কোভিডের সময়ে রোগীদের অক্সিজেনের
    জন্য যে হাহাকার- সেক্ষেত্রে পার্কভিউ হসপিটাল অসাধারণ ভূমিকায় রেখেছে।
    বর্তমানের এ অক্সিজেন প্লান্ট পার্কভিউ হসপিটাল এর জন্য এক বিরাট আশীর্বাদ।
    জাতীয় ও সামাজিক বিভিন্ন দুর্যোগে পার্কভিউ হসপিটাল এর প্রতি আমাদের আস্থা
    রয়েছে। সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগে স্বাস্থ্য সেবাখাত আরো এগিয়ে যাবে
    এ প্রত্যাশা।

    ডাঃ মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় এ বনাঢ্য অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
    ইঞ্জিনিয়ার জনাব মানজারে খোরশেদ, ইঞ্জিনিয়ার জনাব মমিনুল হক, ইঞ্জিনিয়ার
    জনাব মতিউর রহমান,ডাঃ মুহাম্মদ ইউসুফ, ডাঃ আহামদ রহিম, ডাঃ সালাহউদ্দিন এম
    এ এইচ চৌধুরী, জি এম জিয়াউর রহমান, ডিজিএম মোঃ হুমায়ুন কবীর, এইচ ও ও নায়ীমুর
    রহমান, মেনটেনেন্স ডিপার্টমেন্ট সহ পার্কভিউ হসপিটালের সকল ডিপার্টমেন্ট
    ইনচার্জ।

    প্রকাশিত মঙ্গলবার ১৮ অক্টোবর ২০২২