• সদ্যপ্রাপ্ত সংবাদ

    বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করায় ০৭৷ জেলেকে সাজা প্রদান।

     

    শাকিল আহমেদঃ বরগুনায় প্রথম দিনেই পায়রা, বিষখালী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার অপরাধে সাত জেলেকে আটক করে কারাদণ্ড  প্রদান করেন ভ্রাম্যমান আদালত। তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।  ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর।

    বরগুনা সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, আশ্বিন মাসের বড় পূর্নিমায় মা ইলিশ সবচেয়ে বড় ও পরিপক্ব ডিম ছাড়ে। ঔই আমাবস্যার দিন পরেছে ২৪ অক্টোবর। এ কারনে বড় পূর্নিমা ও  আমবশ্যার তারিখ ঠিক রেখে সরকার ০৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ডিম ছাড়ার সময় নির্ধারন করেছে। এ কারনেই মূলত ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ। 

    এই নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনা পায়রা ও বিষখালী নদীতে মাছ ধরার অপরাধে সাত জন জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

    এদের মধ্যে চারজনের বাড়ি বরগুনা তালতলী উপজেলায় অপর তিন জনের বাড়ি পাথরঘাটা উপজেলায়।

    প্রকাশিত শুক্রবার ০৭ অক্টোবর ২০২২