• সদ্যপ্রাপ্ত সংবাদ

    মেট্রোরেলে চাকরির সুযোগ, বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

     

    মেট্রোরেলের স্বত্ত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড (ডিএমটিসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ১৫ পদে মোট ৩৩০ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র পৌঁছাতে পারবেন।

    পদের নাম: সহকারী ব্যবস্থাপক (রাজস্ব)
    পদসংখ্যা: ১
    গ্রেড: ৯

    পদের নাম: সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং)
    পদসংখ্যা: ১
    গ্রেড: ৯

    পদের নাম: রাজস্ব কর্মকর্তা
    পদসংখ্যা: ২
    গ্রেড: ১০

    পদের নাম: মার্কেটিং অফিসার
    পদসংখ্যা: ২
    গ্রেড: ১০

    পদের নাম: ট্রেন অপারেটর
    পদসংখ্যা: ২৯
    গ্রেড: ১০

    পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
    পদসংখ্যা: ১৭
    গ্রেড: ১০

    পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন)
    পদসংখ্যা: ১৯
    গ্রেড: ১০

    পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল, রোলিং স্টক)
    পদসংখ্যা: ৪
    গ্রেড: ১০

    পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল, রোলিং স্টক)
    পদসংখ্যা: ১১
    গ্রেড: ১০

    পদের নাম: হিসাবরক্ষক
    পদসংখ্যা: ১
    গ্রেড: ১৪

    পদের নাম: সহকারী হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার
    পদসংখ্যা: ৪
    গ্রেড: ১৬

    পদের নাম: সেমি স্কিল্ড মেইনটেইনার
    পদসংখ্যা: ৭৮
    গ্রেড: ১৬

    পদের নাম: সহকারী স্টোর কিপার
    পদসংখ্যা: ১
    গ্রেড: ১৬

    পদের নাম: টিকেট মেশিন অপারেটর
    পদসংখ্যা: ৮০
    গ্রেড: ১৬

    পদের নাম: কাস্টমার রিলেশন অ্যাসিস্টেন্ট
    পদসংখ্যা: ৮০
    গ্রেড: ১৬

    যোগত্য ও অভিজ্ঞতার বিবরণসহ বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

    আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে।

    আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪,৭১-৭২ পুরাতন এ্যালিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০

    আবেদন ফি: ১ থেকে নম্বর পদের জন্য ১,০০০ টাকা এবং ১০ থেকে ১৫ নম্বর পদের জন্য ৫০০ টাকা।
    প্রকাশিত শনিবার ৮ অক্টোবর ২০২২