মাঠজুড়ে সবুজের সমারোহ কৃষকের মণে স্বস্তির নিঃশ্বাস
মোঃ শাকিল আহমেদ, বরগুনা:- বরগুনার আমতলী উপজেলার ভিবিন্ন এলাকায় ঘুড়ে দেখা যায় মাঠ জুড়ে ধানের বীজের সমারোহ। যতদূর চোখ যায় শুধু দেখা মেলে সবুজের সমাহার। মনে হয় যেন সবুজ চাদরে ছেয়ে গেছে পুরো মাঠ। বরগুনার আমতলীর ভিবিন্ন এলাকায় আমন ধান ক্ষেতে সবুজের সমারোহ নজর কেড়েছে সবার। এবারও রোপা আমনের বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা।
স্বস্তির নিশ্বাস ফেলছেন কৃষকরা। আগামীর সোনালী স্বপ্ন লুকিয়ে আছে সবুজে ঘেরা এই মাঠে। বাতাসের সাথে দোল খাচ্ছে আমন ধানের সবুজ পাতা। কৃষকের মনে উঁকি দিচ্ছে এক ভিন্ন আমেজ। সবুজ ঘেরা রোপা আমনের মাঠ দেখে বারবার ফিরে তাকায় কৃষক, থমকে দাঁড়ায় পথিক।
কৃষকরা জানান, গত কয়েক বছর খরচের তুলনায় ন্যায্য মূল্য না থাকার ফলে কৃষকদের ধান আবাদের প্রতি আগ্রহ কম দেখা গেছে। এ বছর আশানুরূপ মূল্য পাওয়ায় উৎপাদন ভালো হলে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলতে পারবো।
প্রকাশিত রবিবার ২৩ অক্টোবর ২০২২