গাউছিয়া আহমদিয়া এমদাদীয়া সেভেন মার্কেট শাখার মাহফিল সম্পন্ন।
সাজ্জাদানেশীন গাউছে মাইজভাণ্ডারী হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর অনুমতিক্রমে, গাউছিয়া আহমদিয়া এমদাদীয়া খেদমত কমিটি সেভেন মার্কেট শাখার উদ্যোগে মাসিক ত্বরিকত ও জিকির মাহফিল সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার ১৮ অক্টোবর বিশ্ব কলোনি সেভেন মার্কেট খোরশেদ আলমের বাসভবনে এই ত্বরিকতী মাহফিল অনুষ্ঠিত হয়।
সংঘটনের সভাপতি আলহাজ্ব খোরশেদ আলমের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন, আঞ্জুমানে মুত্তাবেয়নে গাউছে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া কেন্দ্রীয় কার্যকরী সংসদের দারুততালীম এর প্রধান শিক্ষক, আলহাজ্ব মাওলানা জয়নুল আবেদীন সিদ্দিকী, দারুত তালীমের প্রতিনিধি তুফাজ্জল হোসেন। আকবর শাহ থানা কমিটির সাধারণ সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় ও সেভেন মার্কেট শাখার সাধারণ সম্পাদক হানিফ ভাণ্ডারীর ব্যবস্থাপনায় মাহফিলে আরো উপস্থিত ছিলেন মহানগর কার্যকারী সংসদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, হাজী পাড়া দায়রা শাখার সাধারণ সম্পাদক মো. আবুল ফয়েজ, গোশাল ডাঙ্গা শাখা সভাপতি মো. ফুরকান, সেভেন মার্কেট শাখার সহ সভাপতি জসিম উদ্দিন উক্তা শাখার সাংঘঠনিক সম্পাদক সাংবাদিক এম এ মেহেদি। এসময় সবায়কে আগামী ২৪ অক্টোবর ২৭ রবিউল আউয়াল মাইজভাণ্ডার দরবার শরীফের ১৮ তম আন্তর্জাতিক ঈদেমিলাদুন্নবী সাঃ মহফিলে উপস্তিত হওয়ার জন্য আহবান করা হয়।
প্রকাশিত মঙ্গলবার ১৮ অক্টোবর ২০২২
প্রকাশিত মঙ্গলবার ১৮ অক্টোবর ২০২২