আজ মধ্য রাত থেকেই ইলিশ মাছ ধরা নিষিদ্ধ।
দেশের নদ নদী, ও বঙ্গোপসাগরে ২২ দিনের ইলিশ ধরা নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সরকার। আজ বৃহস্পতিবার মধ্য রাত থেকেই শুরু হবে এই নিষেধাজ্ঞা।
০৭ থেকে ২৮ অক্টোবর এই ২২ দিন সারা দেশে ইলিশ মাছ ধরা, ক্রয় বিক্রয়, আহরন- বিপনন ও মজুদ করা নিষিদ্ধ।
নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে প্রতি জেলে ২০ কেজি করে চাল সহায়তা পাবে। বরগুনা জেলার ছয় উপজেলায় ৪৪ হাজার ২৫০ জন জেলে এ সহায়তা পাবেন।
নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে জেলেরা বলেন "জৈষ্ঠ্যমাস থেকে আশ্বিন,, এ পাঁচ মাস ইলিশ শিকারের মৌসুম। এ পাঁচ মাসের ভেতরে ৬৫ দিন ও ২২ দিন নিষেধাজ্ঞা থাকার কারনে আমরা মাছ ধরতে পারি না। এছাড়াও প্রকৃতিক দূর্যোগ, সাগরে নিন্মচাপ থাকায় মাছ ধরতে বিঘ্ন ঘটে। সামনের দিন গুলি পরিবার পরিজন নিয়ে কিভাবে কাটাব।
সরকার তো শুধু ২০ কেজি চাল দিবে, তেল ডাল, লবন কিনতেওতো টাকার দরকার বলে অভিযোগ করেন জেলারা।
কিনারে ফিরছেন সবচেয়ে বড় মৎস অবতরন কেন্দ্রের, পাথরঘাটা বিএফডিসির জেলারা।
প্রকাশিত বৃহস্পতিবার ০৬ অক্টোবর ২০২২