• সদ্যপ্রাপ্ত সংবাদ

    বরগুনায় ঘুর্নিঝড় সিত্রাং এর তান্ডবে গাছ চাপায় এক শতবর্ষী বৃদ্বার মৃত্যূ।।

     

    মোঃ শাকিল আহমেদ, বরগুনাঃ বরগুনা সদর উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাং-এর তাণ্ডবে গাছচাপা পড়ে আমেনা খাতুন নামের এক শতবর্ষী বৃদ্ধার মৃত্যু হয়েছে।

    সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের সোনাখালী বাজার এলাকায় গাছ পড়ে আমেনা খাতুনের মৃত্যু হয়েছে।

    বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

    স্থানীয় সুত্র জানায়, ঘূর্ণিঝড়ের সময় বাড়ির পাশে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিয়ে ঘরে বসে ভাত খাচ্ছিলেন আমেনা খাতুন।

    এ সময় ঘরের পাশে থাকা একটি গাছ উপড়ে তার ঘরের ওপর পড়ে। এতে ঘরের নিচে চাপা পড়েন তিনি।

    পরে তাকে মৃত অবস্থায় ঘরের নিচ থেকে উদ্ধার করে স্বজনরা।

    প্রকাশিত মমঙ্গলবার ২৫ অক্টোবর ২০২২