• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ''৭ম বর্ষপূর্তিতে রক্তদান কর্মসূচী এপিক হেলথ কেয়ারের''

     

    সেবার মানষিকতাকে তরান্বিত করতে ৭ম বর্ষপূর্তিতে রক্তদান কর্মসূচির আয়োজন করে চট্টগ্রামের একমাত্র আইএসও ১৫১৮৯:২০১২ অ্যাক্রিডিটেড ল্যাব এপিক হেলথ কেয়ার। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির  সহযোগিতায় অদ্য সকাল ১০টায় এপিক হেলথ কেয়ারের কর্তকর্তা কর্মচারীগণ রক্ত দান করেন। 

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে এপিক হেলথ কেয়ারের ডিরেক্টর বিজনেস ডেভলাপমেন্ট জসিম উদ্দিন বলেন, ‘থআমরা সবাই স্বাস্থ্যকর্মী, প্রতিনিয়ত আমাদের রোগীদের সেবা দিতে হয়, রক্তদানের মত মহৎ কাজে সবাইকে সম্পৃক্ত করে সবার মধ্যে যেন সেবার মানষিকতা বৃদ্ধি হয় সে লক্ষ্যেই এই উদ্যোগ।

    উক্ত কর্মসচীর কো-অর্ডিনেটর ছিলেন, হেলাল উদ্দিন,এসিস্ট্যান্ট ম্যানেজার,কাস্টমার সার্ভিস, উপস্থিত ছিলেন টুটূল দাস গুপ্ত,কো-অর্ডিনেটর,হেমাটলজি ল্যাব, সাইফুল ইসলাম,সিনিয়র অফিসার কর্পোরেট বিজনেস এন্ড ব্র্যান্ড, সুজন হোসেন , তৌহিদুল ইসলাম প্রমুখ।
    প্রকাশিত শনিবার ৮ অক্টোবর ২০২২