চট্টগ্রামে আ.লীগের জনসভা ৪ ডিসেম্বর, অংশ নেবেন শেখ হাসিনা
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৪ ডিসেম্বর বন্দরনগরী চট্টগ্রামের পলো গ্রাউন্ডে জনসভা করবে আওয়ামী লীগ। এতে দীর্ঘদিন পরে দলীয় কোনও সমাবেশে প্রধান অতিথি হিসেবে সশরীরে হাজির হয়ে বক্তব্য দেবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকের এক পর্যায়ে বাইরে এসে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে দলটির কার্যনির্বাহী কমিটির বৈঠক শুরু হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘একটা বিষয় আমি জানাচ্ছি- আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা চট্টগ্রাম পলো গ্রাউন্ডে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।’
আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, করোনা মহামারির আগে-পরে দীর্ঘদিন আওয়ামী লীগের কোনো জনসভায় অংশ নেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিককালে চলতি বছরের ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের সময় স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় বক্তব্য দেন তিনি। এবার সরাসরি দলীয় জনসভায় বক্তব্য দেবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
জানা যায়, ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে ঢাকার বাইরে খুব একটা যাননি টানা তিন বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার ‘পিক আওয়ারে’ সরকারি কিংবা দলীয় অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হননি তিনি। বেশিরভাগ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় মাঝেমধ্যে কিছু অনুষ্ঠানেও সশরীরে থেকেছেন তিনি।
এদিকে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলটির ২২তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর একদিনেই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত সম্মেলনটি সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী হয়ে থাকলেও এবার একদিনেই শেষ হবে বলে ওবায়দুল কাদের।
এর আগে ২০১৯ সালের ২০-২১ ডিসেম্বর দলটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
সম্মেলনের অনুষ্ঠানসূচির তথ্য তুলে ধরে তিনি জানান, ওই দিন সকালে উদ্বোধনী অধিবেশন দিয়ে সম্মেলন শুরু হবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সম্মেলনে সভাপতিত্ব করবেন। দুপুরে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে সম্মেলন।
বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত রয়েছেন।
প্রকাশিত শুক্রবার ২৮ অক্টোবর ২০২২