• সদ্যপ্রাপ্ত সংবাদ

    সিত্রাং তাণ্ডব: সীতাকুণ্ডে ভেসে এলো শিশুর মরদেহ

     


    সীতাকুণ্ড প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানার পর সীতাকুণ্ডের একটি শিপইয়ার্ডে ভেসে এসেছে তিন মাসের শিশুর মরদেহ। খবর পেয়ে গাউসিয়া কমিটির মানবিক টিম, নৌ পুলিশ ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।


    মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে কদমরসুল এলাকার আছোয়া শিপ ইয়ার্ডে (মিলন সাহেবের ইয়ার্ড) একটি শিশুর মরদেহ ভেসে আসে। খবর পেয়ে সীতাকুণ্ড নৌ-পুলিশের সার্বিক তত্ত্বাবধানে গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড মানবিক টিম মরদেহটি উদ্ধার করে।

    গাউছিয়া কমিটির মানবিক টিমটিতে ছিলেন মামুন, আলি আকবর, নূরউদ্দীন, জিকু, সোলাইমান, রিদুয়ান, ইলিয়াস, ইয়াকুব, দৌলত, মাহিন, মেহরাজ ও ইমরান।

     

    সীতাকুণ্ডের কুমিরা নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার বড়ুয়া জানিয়েছেন মরদেহটি কন্যাশিশুর।

    সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, তিন মাসের শিশুটির মরদেহ গাউসিয়া কমিটির মানবিক টিমের সহায়তায় নৌ পুলিশ উদ্ধার করেছে।

    জানাজা শেষে শিশুটিকে দাফন করা হবে।  

    প্রকাশিত মঙ্গলবার ২৫ অক্টোবর ২০২২