শেখ রাসেল শিশু কাননের উদ্যোগে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালন
শেখ রাসেল দিবস- ২০২২ উপলক্ষে নগরীর খুলশী কলোনীস্থ সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল শেখ রাসেল শিশু কাননের প্রতিষ্ঠাতা এডভোকেট মোঃ জাফর হায়দারের সভাপতিত্বে ও পরিচালনা পরিষদের সদস্য মোস্তফা করিম কাওসারের সঞ্চালনায় শেখ রাসেল শিশু কানন প্রাঙ্গণে জাতির জনকের কনিষ্ঠ পুত্র, মাননীয় প্রধানমন্ত্রীর আদরের ছোট ভাই শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন খতমে কোরআন, দোয়া মাহফিল, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুনীল কান্তি দে। বিশেষ অতিথি ছিলেন পলিটেকনিক সি ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ৪২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোতালেব সরকার, যুবলীগ নেতা রবিউল হোসেন সোহেল, মানবাধিকার কর্মী সুজন, রূপা, শাহানা, নিলু, আরজু প্রমুখ।
প্রকাশিত মঙ্গলবার ১৮ অক্টোবর ২০২২