পাথরঘাটায় শেখ রাসেল দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ শাকিল আহমেদ, বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলা প্রশাসন কর্তৃক শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।
এউপলক্ষ্যে গত কাল ১৮ অক্টোবর সাকালে উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালির নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএম শাহআলম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন,জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য মোঃ এনামুল হোসাইন,পিআইও মোখছেদুল আলম পৌরমেয়র আনোয়ার হোসেন আকন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরগন।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী গন সহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
নানা প্রতিপাদ্যের মধ্যে ছিলো শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,শোভাযাত্রা,শেখ রাসেলের জীবনের ওপরে আলোচনা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,কেক কাটা সহ দিনভর নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন হয়