• সদ্যপ্রাপ্ত সংবাদ

    কর্ণফুলীতে সহপাঠীদের সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

     

    রাঙ্গুনিয়া প্রতিনিধি:  চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা দিয়ে  সহপাঠীদের সাথে মাছ ধর‍তে গিয়ে মো. শহিদুল্লাহ (৩০) নামে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। 

    শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় উপজেলার শিলক ইউনিয়নের স'মিল ভান্ডারী ফকির ঘাট এলাকায় ভাসমান অবস্থায় কর্ণফুলীর তীরে লাশ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন।

    শহিদুল্লাহ্ কোদালা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সিকদার পাড়া গ্রামের মো. ফজল আহমেদ প্রথম সন্তান। তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন।

    মাছ ধরতে যাওয়া শহিদুল্লাহ্'র সহপাঠীদের বরাত দিয়ে স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লিয়াকত আলী বলেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তারা আটজন মিলে কর্ণফুলী নদীতে মাছ ধরতে গেছে বলে জেনেছি। নদীর মধ্যে অজ্ঞাতনামা সংঘবদ্ধ একটি দল তাদের ধাওয়া করে। একপর্যায়ে সকলে নদীতে লাফ দিয়ে তীরে ফিরলেও শহিদুল্লাহর খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পায় স্থানীয়রা। 

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, সকালে স্থানীয়রা শিলক ইউনিয়নের স'মিল ভান্ডারী ফকির ঘাট এলাকায় শহীদুল্লাহ্'র লাশ ভাসতে দেখলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

    উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায় উপজেলার কোদালা ইউনিয়নের ধোপাঘাট থেকে ৮ বন্ধুসহ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় শহীদুল্লাহ্ (৩০)।
    প্রকাশিত শনিবার ০১ অক্টোবর ২০২২