• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ছাত্রলীগের সম্মেলন হবে আ.লীগের সম্মেলনের আগেই: ওবায়দুল কাদের

     

    আওয়ামী লীগের সম্মেলনের আগেই ছাত্রলীগের সম্মেলন হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    আজ রোববার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির জাতীয় সম্মেলন নিয়ে এক সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের।

    ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সম্মেলনে করার জন্য দলীয় সভাপতি নির্দেশ দিয়েছেন। এই ব্যাপারে আমরা সমন্বয় করছি। তাঁরা নেত্রীর উপস্থিতিতে সম্মেলন করতে চান। তাঁর সময়সূচির সঙ্গে মিলিয়ে আমরা তারিখগুলো দিয়ে দেব।

    আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে এই সম্মেলনগুলো হবে কি না—এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই মেয়াদোত্তীর্ণ সব (সহযোগী ও ভ্রাতৃপ্রতিম) সংগঠনের সম্মেলন করে ফেলব।

    সম্প্রতি আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক সভায় দলীয় প্রধান শেখ হাসিনা আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপতি সংগঠনগুলোর সম্মেলনের ব্যাপারে নির্দেশনা দেন। এরপরই দলটিতে সম্মেলন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে।


    প্রকাশিত রবিবার ৩০ অক্টোবর ২০২২