সাউদার্ন ইউনিভার্সিটিতে সিন্ডিকেটের ২৯তম সভা অনুষ্ঠিত
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ২৯তম সিন্ডিকেট সভা গতকাল শনিবার, সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, বায়েজিদ আরেফিন নগরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সিন্ডিকেট সভাপতি উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ—উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান, সাউদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুস সালাম মীর, মামুন সালাম, সরওয়ার জাহান, ইউজিসির মনোনীত সদস্য অধ্যাপক ড. মো. জাকির হোসেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরী, অধ্যাপক ড. মো. রেজাউল হক খান, অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ এবং রেজিস্ট্রার ড. প্রকৌশলী মোজাম্মেল হক। এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত সদস্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব(কলেজ) মুঃ ফজলুর রহমান
সভার শুরুতে সিন্ডিকেট সভাপতি উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক উপস্থিত সদস্যদের স্বাগত জানান এবং সভার এজেন্ডা নিয়ে আলোচনা শুরু করেন। এরপর সভার সার্বিক কার্যবিবরণী ও ইউনিভার্সিটির সার্বিক পরিস্থিতি উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন রেজিস্ট্রার ড. প্রকৌশলী মোজাম্মেল হক ।