পুকুরে খেলছিলো দুই ভাই--ছোট ভাইকে বাঁচাতে তলিয়ে গেল বড় ভাই
নিজস্ব প্রতিবেদক রাঙ্গুনিয়া: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সম্মুখে পুকুরে পড়ে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। তার নাম শাহীন উদ্দিন (১৭)।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলার ইছাখালী পৌরসদর উপজেলা পরিষদের পুকুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন উপজেলার ইছাখালী উত্তর ঘাটচেক ৫ নম্বর ওয়ার্ড লক্ষীরখীল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। এবং রাঙ্গুনিয়া স্কুলের দশম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুইভাই একইসাথে পুকুরে নামে গোসল করতে। তাদের দুষ্টামির একপর্যায়ে দুইজন দুইদিকে চলে যায়। ছোট ভাইকে তলিয়ে যেতে দেখে বড় ভাই এগিয়ে গেলে সেও পানিতে ডুবে যায়।
ইছাখালী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল আদন বলেন, হাসপাতালে আনার পূর্বেই ছেলেটির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, দুই ভাই একসাথে পুকুরে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরে নামলে ছোট ভাইকে উদ্ধার করতে পারলেও ততক্ষণে বড় ভাই ডুবে যায়। পরে পানির তলদেশ থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রকাশিত মঙ্গলবার ২০ সেপ্টেম্বর ২০২২