অবশেষে নাফেরার দেশে চলে গেলেন শিক্ষক মন্জুর
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ঃ সীতাকুন্ড সদর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মন্জুরুল আলম ৪০ ( মাইকেল) নিজ কর্মস্হলে আসার পথে সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হন গত বুধবার।
প্রথমে তাকে চমেক হাসপাতালে নিয়ে যান সেখানে আইসিও না থাকায় তাকে মেট্রোপলিটন হাসপাতালে আইসিও তে নিভীর পর্যবেক্ষনে রাখা হয়। তাকে এক নজর দেখার জন্য শিক্ষক সমাজ হাসপাতালে ভীড় করেন।
সবাই তাকে দেখলেও শিক্ষক মন্জু কাউকে দেখতে পাননি,কারন তিনি ছিলেন অচেতন।সবাই কে কাদিয়ে তিনি আজ শুক্রবার দুপুর সাড়ে বারটায় না ফেরার দেশে চলে যান।তাঁর মৃর্ত্যুতে সীতাকুন্ড শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে আসে।
শিক্ষক মন্জুরুল ছিলেন সদা হাসিখুশী।উপজেলার সকল শিক্ষকদের কাছে ছিল তার জনপ্রিয়তা।
আজ শুক্রবার বাদে মাগরিব মুরাদপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক করস্হানে দাফন করা হবে।
তিনি মুরাদপুর গ্রামের মাঝি বাড়ির মোঃ হোসেনেসাফার ছেলে, মৃর্তূকালে তিনি এক ছেলে(৬) এক মেয়ে(৬ মাস), মা,ভাই,বোন আত্মীয় স্বজন রেখে যান। তাুর মৃর্ত্যুতে উপজেলা প্রমাসন,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক সংগঠন গবীর শোক প্রকাশ করেছেন।