• সদ্যপ্রাপ্ত সংবাদ

    মৃত মাকে ঘরে রেখে পরিক্ষাকেন্দ্রে সুমাইয়া, ওসি নিজে গাড়ি চালিয়ে পৌছে দেন কেন্দ্রে।

     

    পানছড়ি প্রতিনিধি ঃ মায়ের মৃত্যুর সংবাদ শুনতেই অজ্ঞান হয়ে পড়েন এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া আকতার। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার এই শিক্ষার্থী পরে মায়ের লাশ ঘরে রেখেই পরীক্ষার টেবিলে বসেছেন।

    শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সুমাইয়ার মা ফাতেমা বেগমের মৃত্যু হয়। তাদের বাড়ি পানছড়ির সাওতালপাড়ায়।

    পরে পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনচারুল করিম ওই বাড়িতে যান। এ সময় তিনি সুমাইয়াকে সকাল ১১টায় শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাহস যোগান এবং নিজেই গাড়ি চালিয়ে তাকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যান।

    ওসি আনচারুল করিম বলেন, এলাকার লোকজন থেকে খবর পেলাম একজন এসএসসি পরীক্ষার্থীর মা আজ সকালে মারা গেছেন। শুনেই আমি ওই বাড়িতে যাই। ওই বাড়ির লোকজনের সহায়তায় শোকাভিভূত সুমাইয়াকে আমি খুঁজে বের করি। তাকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মোটিভেট করার চেষ্টা করি। পরীক্ষা দিতে সুমাইয়া রাজি হলে তাকে আমি কেন্দ্রে নিয়ে যাই। কেন্দ্রে নেওয়ার আগে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে স্যালাইন পুশ করেন।


    ওসি আনচারুল আরো বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা যেকোনো সংকটে মানুষের পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ।
    প্রকাশিত শনিবার ১৭ সেপ্টেম্বর ২০২২