মোগ স্কুল ছুটি দিয়া দেছে, হরমু কি হেইপিন্নে একটু ধান দাই
মোঃ শাকিল আহমেদ, বরগুনাঃ মোরা সকালে স্কুলে গেল্লাম স্কুল ছুটি দেছে পর বাড়ি আইয়া দেহি আব্বায় গাড়ি চালাইতে গ্যাছে হেই পিন্নে মোরা দুই ভাই ধান দুগ্গা দাইয়া হালাই।
গরিব সংসারে জন্ন নিলে এই রকমেরই কাম করইয়া খাইতে হয়।
ঠিক এভাবেই বলেন বরগুনা সদর উপজেলার ০৬ নং বুড়িরচর ইউনিয়নের বড়লবনগোলা এলাকার এক গরীর দিমজুরের দুই ছেলে। তারা নাম প্রকাশে অনিচ্ছুক।
আজ ১৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১২ঃ টার দিকে লভনগোলার এই ধান কাটার দৃশ্য দেখে তাদের কাছে জানতে চাইলে তারা বলেন স্কুল থেকে আসার পরে মা বলল তোর বাবা গাড়ি চালাইতে গেছে অল্প একটু জায়গায় ধান আছে তোরা দুই ভাই কেটে নিয়ে আয়।
এ সময় ছেলেরা ক্ষেতে ধান কাটে রাস্তায় তার মাও দাড়িয়ে ছিল।
এভাবেই চলে অসহায় মধ্য ভিত্তের পরিবার। কাজ করাতে হয় ছোট শিশুদেরকে, যদিও শিশু শ্রমের মধ্যে পড়ে তার পরও পরিবার পরিজনদের নিয়ে বেচে থাকতে হলে করতে হয় জীবনের সাথে সংগ্রাম ও লড়াই।
এক সময় হয়তোবা ছেরে দিতে হয় লেখা পড়াও। জীবনের ঝুঁকি নিয়ে বেড়িয়ে পড়তে হয় কর্মের সন্ধানে। এমনও হাজারো পরিবার রয়েছে, হাজারো শিশু যখন তাদের আরাম আয়েশ, লেখাপড়া করবার সময় তখন করতে হয় পরিবারের ভার মাথায় নিয়ে নানা ধরনের পরিশ্রম জীবনকে বিলিয়ে দেয় পরিবারের সুখের জন্য।