• সদ্যপ্রাপ্ত সংবাদ

    মিরসরাইয়ে ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত



    চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় চারজন নিহত হয়েছেন। এতে তিন পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক কামরুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
    পুলিশ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হন।

    নিহতরা হলেন- মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মো. হারুনের ছেলে মেহেদী হাসান (২২), মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামের শামসুদ্দীনের ছেলে সুমন (২৮) ও শেখ ফরিদ (৩০) এবং পূর্ব রায়পুর এলাকার আবুল কাশেম।
    আহতরা হলেন- জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কনস্টেবল মো. মোস্তফা (৪৫), আব্দুল আউয়াল (৫০), রফিক (২৫) ও শেখ আহম্মদ (৪৫)।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ের সোনাপাহাড় ফিলিং স্টেশন এলাকায় জোনাকী বাস সামনের কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়, এতে গাড়ি দাঁড় করিয়ে উভয় পক্ষ ঝগড়া করছিলেন। এসময় কাভার্ডভ্যানের পেছনে দ্রুত গতিতে আসা আরেকটি মিনি পিক-আপ ধাক্কা দিলে সামনে দাঁড়িয়ে থাকা স্থানীয় চার সিএনজি চালক ঘটনাস্থলে মারা যায়।

    আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে বলে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পলাশ কুমার দে নিশ্চিত করেছেন।
    প্রকাশিত বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর ২০২২