মিয়ানমার থেকে আসা ২২ ট্রাক গরু আটক করেছে বিজিবি
বান্দরবানের আলীকদমে ২২ ট্রাক গরু-মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ট্রাকে ১১৮টি গরু ও মহিষ রয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো মিয়ানমার থেকে পাচার হয়ে এসেছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলীকদমের কানা মেম্বার ঘাট থেকে গবাদি পশুগুলো আটক করা হয়। পরে সেগুলো ৫৭ বিজিবি সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম জানান, আটক গবাদি পশুর মধ্যে বেশ কয়েকটি মহিষও রয়েছে। পশুগুলো মিয়ানমার থেকে আনা হয়েছে কিনা তা যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, মিয়ানমার থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ গরু, মহিষ পাচার হয়ে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে ৫৭ বিজিবির সহযোগিতায় গরুগুলো আটক করা হয়েছে। বর্তমানে গরুগুলো আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে।