• সদ্যপ্রাপ্ত সংবাদ

    সীতাকুণ্ডে মাদ্রাসা ছাত্র নিখোঁজ। খোজ পেতে সকলের সহযোগীতার আহবান।

     

    সীতাকুণ্ডে বারবকুণ্ড মিয়াজী পাড়া  থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়ে একজন শিশু ছেলে নিখোঁজ হয়েছে।

     তার নাম সাঈদুজ্জামান সাঈদ  জানা গেছে সে সীতাকুণ্ড হাসপাতালের পশ্চিম পাশে দোয়াজীপাড়া গ্রামে মদিনাতুল ইসলামীয়া উলুম মাদ্রাসায় লেখা পড়া করে।

     সকালে মাদ্রাসায়  যাওয়ার উদ্দ্যেশ্যে বের হলে এর পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। শিসুটির পরিবার জানায় সকাল ৮ টায় মাদ্রাসা যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হয়েছে অনেক খোজাখুজি করেও কোথাও তার  সন্ধান মিলেনি। 

     যদি কোন হৃদয়বান ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকেন উল্লেক্ষিত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হল। যোগাযোগ- ০১৮১৯৬২২০৮০

    প্রকাশিত সোমবার ১৯ সেপ্টেম্বর ২০২২