পাথরঘাটায় খাল যুুবকের মরদেহ উদ্ধার।
মোঃ শাকিল আহমেদ, বরগুনাঃ বরগুনার পাথরঘাটার একটি খাল থেকে ভাসমান অবস্থায় সগীর খলিফা (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মরাদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় ইয়াছিন নামে এক যুবক।
নিহত সগীর খলিফা নাচনাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোরশেদ খলিফার ছেলে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে নাচনাপাড়া ইউনিয়নের বাঁশতলা বাজারের ব্রিজের নিচে ভাসমান অবস্থায় ওই মরদেহটি দেখতে পান ইয়াছিন নামে এক যুবক।
পরে তিনি স্থানীয়দের জানালে তারা ব্রিজের নিচে গিয়ে মরদেহটি নিশ্চিত হয়ে পাথরঘাটা থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।উদ্ধারকৃত মরদেহের মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, খবর শোনা মাত্রই ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।