• সদ্যপ্রাপ্ত সংবাদ

    জমকালো আয়োজনে দিগন্ত নিউজের ৩য় বর্ষপুর্তি পালিত

     

    জমকালো আয়োজনের মাধ্যমে পাঠকপ্রিয় সংবাদ মাধ্যম  দিগন্ত নিউজের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে চট্টগ্রামের জিইসিতে মোড়স্থ হোটেল জামান'স এর হল রুমে চট্টগ্রাম জেলার বিশিষ্টজনদের নিয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
      

    দিগন্ত নিউজের প্রধান সম্পাদক নুরউদ্দীন খান সাগরের সভাপতিত্বে নির্বাহী সম্পাদক এম এ মেহেদীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ মুসলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, ডাঃ খাজা মোহাম্মদ হোসাইন (রিপন)
     

     চট্টগ্রাম  মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম সুমন চট্টগ্রাম হালকা মোটরযান চালক- শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোঃ অলি উদ্দীন হাওলাদার, সাংবাদিক এস এম পিন্টু, মাসুদুল ইসলাম, গিয়াসউদ্দিন লিটন, এস এম আরজু, খালেদ সাইফুল্লাহ, সাগর, রিপন, ফুয়াদ মুহাম্মদ সবুজ, ফারজানা আক্তার,  সুরমা আক্তার, নিগার সোহা, মিহা, রুপা, সামির হোসেন, আব্দুর রহিমসহ সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
     

    দিগন্ত নিউজের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় অতিথিদের বক্ত্যবে বলেন, প্রতিষ্ঠার পর থেকে দিগন্ত নিউজ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের মনে যায়গা করে নিয়েছে। দিগন্ত নিউজের সাংবাদিকরা সব সময় ন্যায় সত্য সংবাদ  মানুষের মাঝে তুলে ধরবে, আমরা দিগন্ত নিউজের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

    প্রকাশিত রবিবার ০৪ সেপ্টেম্বর ২০২২