• সদ্যপ্রাপ্ত সংবাদ

    বরগুনায় এসে গ্রেপ্তার হল পুঠিয়ার মেয়র!!

     

    মোঃ শাকিল আহমেদ,  বরগুনাঃ ধর্ষণ মামলায় রাজশাহীর পুঠিয়ার পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুনকে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ।

    বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় বরগুনা সদরের হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

    ওসি জানান, রবিবার রাজশাহীর পুটিয়ার পৌর মেয়র আল মামুনকে আসামি করে ধর্ষণ মামলা করেন এক নারী। ঘটনার পর থেকে মেয়র আল মামুন পলাতক ছিলেন। পুঠিয়া থানা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকালে হেউলিবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনী প্রক্রিয়ায় পুঠিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হবে।


    প্রকাশিত বুধবার ০৭ সেপ্টেম্বর ২০২২