বরগুনা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে জাকারিয়া হোসেন মহারাজকে দেখতে চায় তৃণমূল।
আগামী ১৭ অক্টোবর বরগুনা জেলা পরিষদ নির্বাচন। উক্ত জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদ ও প্রার্থীদের নিয়ে জনগণের মধ্যে শুরু হয়েছে উৎসাহ উদ্দীপনা।
বামনা উপজেলা থেকে সাধারণ সদস্য পদে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও সেচ্ছাসেবী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত জাকারিয়া হোসেন মহারাজকে দেখতে চায় তৃণমুল।
ইতিমধ্যে এই নতুন প্রার্থীকে নিয়ে বামনা উপজেলার প্রায় প্রতিটি গ্রামে চলছে আলোচনা।
এছাড়াও দলমত নির্বিশেষে বামনা উপজেলা থেকে জেলা পরিষদ সদস্য প্রার্থী জাকারিয়া হোসেন মহারাজ এর নাম রয়েছে পছন্দের তালিকায়।
এ বিষয়ে একাধিক ভোটারদের সাথে কথা বলে জানা যায়, জাকারিয়া হোসেন মহারাজ একজন সমাজসেবক, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সৎ, যোগ্য, আদর্শবান ব্যক্তিত্ব। তাঁর রয়েছে সামাজিক সাংগঠনিক দক্ষতা। আর এমন প্রতিনিধি চায় ভোটাররা।
জাকারিয়া হোসেন মহারাজ বলেন, আমি আমার নির্বাচনী এলাকার জনসাধারণকে নিয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও দেশের উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে বামনা উপজেলার উন্নয়নে কাজ করে যাব এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে বামনা উপজেলাকে নতুনভাবে সাজিয়ে তুলতে চাই এটাই আমার প্রত্যাশা।
প্রকাশিত বুধবার ১৪ সেপ্টেম্বর ২০২২