• সদ্যপ্রাপ্ত সংবাদ

    বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের, সিএনজি উল্টে সড়কেই মৃত্যু

     

    রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গায়ের উপর সিএনজি অটোরিকশা উল্টে পড়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম মো. আহমদ হোসেন(৭০)। সে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের জান মোহাম্মদ পাড়ার মৃত রঞ্জু মিয়ার পুত্র। 

    সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার সময় উপজেলার মোগলেরহাট এলাকায় ঘটনাটি ঘটে। 

    প্রত্যক্ষদর্শীদের সিরাজুল করিম বিপ্লব জানান, আহমদ হোসেন দুপুরে মোগলেরহাট এন এস মির্জা কনভেনশন সেন্টারে বিয়ে খাওয়ার জন্য এসেছিলেন। এসময় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতিতে আসা সিএনজি উল্টে তার গায়ের উপর উঠে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

    রাঙ্গুনিয়া মডেল থানার পরিদর্শক তদন্ত খান নুরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক পলাতক রয়েছে।
    প্রকাশিত সোমবার ১২ সেপ্টেম্বর ২০২২