সীতাকুণ্ডের পন্থিছিলায় মুক্তিযোদ্ধার পুত্রকে কুপি*য়ে হ*ত্যা
সীতাকুণ্ড প্রতিনিধি ঃ সীতাকুণ্ড পৌরসভার ২ নম্বর ওয়ার্ড পন্থিছিলার আলী আহমদ বাড়ির মুক্তিযোদ্ধা নুর আহমদের ছেলে খোরশেদ শনিবার রাত ৮টার দিকে একটি কার নিয়ে বাড়িতে আসেন। কারটি খোরশেদসহ পরিবারবর্গকে নামিয়ে দিয়ে ঘোরানোর সময় প্রতিবেশি বাহাদুরের পুত্র আরাফাতের ঘরের সামনে গেলে আরাফাত কার চালকের সাথে ঝগড়া শুরু করে। এ দৃশ্য দেখে এগিয়ে আসেন খোরশেদ। এ নিয়ে কেন ঝামেলা করছে তা জানতে চান আরাফাতের কাছে। এতে আরাফাত তার সাথেও তুমুল ঝগড়া শুরু করে। উভয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ক্ষুব্ধ আরাফাত দৌড়ে গিয়ে রান্না ঘর থেকে একটি ধারালো বটি এনে খোরশেদের গলা ও মুখে কোপ দেয়। এতে খোরশেদের মুখ ও গলা কেটে রক্তক্ষরণ শুরু হলে আরাফাত তাকে ফেলে পালিয়ে যায়। এসময় খোরশেদের চিৎকার শুনে স্ত্রীসহ পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে নিয়ে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খোরশেদকে নিয়ে আসা কার ঘোরানোর সময় প্রতিবেশি বদমেজাজী যুবক আরাফাত চালককে গালাগাল করে। এসময় খোরশেদ প্রতিবাদ করতে গেলে তার সাথে তুমুল ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে ছুটে গিয়ে ঘর থেকে ধারালো বটি এনে খোরশেদের মুখ ও গলায় কোপ দেয় আরাফাত। এ কোপে গুরুতর আহত হলে পরিবারের লোকজন খোরশেদকে চমেকে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রকাশিত রবিবার ০৪ সেপ্টেম্বর ২০২২