• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, বিএনপি নেতা গ্রেপ্তার

     

    রংপুরের পীরগাছায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ায় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বিএনপি নেতা তৌহিদুল ইসলাম উপজেলার কল্যাণী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। 

    আজ মঙ্গলবার দুপুরে তৌহিদুল ইসলামকে উপজেলার নব্দীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার তৌহিদুল ইসলাম ইউনিয়নের অজিত উল্ল্যাহর ছেলে এবং কল্যাণী ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা নূর আলমের ভাতিজা।

     থানা-পুলিশ সূত্রে জানা গেছে, তৌহিদুল ইসলাম গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেন। এই ঘটনায় কল্যাণী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে মঙ্গলবার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 

    এ বিষয়ে মাহীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘মামলা দায়েরের পরপরই নব্দীগঞ্জ এলাকা থেকে তৌহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

    প্রকাশিত মঙ্গলবার ০৬ সেপ্টেম্বর ২০২২