চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ও এপিক হেলথ কেয়ারের সেবা চুক্তি''
চট্টগ্রাম বার কাউন্সিল এর সাথে স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে বন্দরনগরীর একমাত্র আইএসও ঃ ১৫১৮৯ এ্যাক্রিডিটেশন প্রাপ্ত ল্যাব এপিক হেলথ কেয়ার, সম্প্রতি বার কাউন্সিল রুমে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
চট্টগ্রাম বার কাউন্সিল এর পক্ষে উপস্থিত ছিলেন, সভাপতি- বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক - এ.এইচ.এম. জিয়াউদ্দিন , মোহাম্মদ শফিক উল্লাহ্ - সিনিয়র সহসভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজিজ উদ্দীন (হায়দার) - সহসভাপতি, মোহাম্মদ এরশাদুর রহমান (রিটু) - সহসাধারণ সম্পাদকসহ প্রমুক, এপিকের পক্ষে টি এম হান্নান- এক্সিকিউটিভ ডিরেক্টর ( সেলস এন্ড মার্কেটিং), জসিম উদ্দিন - ডিরেক্টর বিজনেস ডেভলপমেন্ট, অপারেশন ম্যানেজার- ডাঃ হামিদ হোসাইন আজাদ, জহির রায়হান - এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট বিজনেস এন্ড ব্র্যান্ড, সাইফুল ইসলাম - সিনিয়র অফিসার উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাহী কমিটি, আইনজীবি, কর্মকর্তা কর্মচারী, তাদের পরিবারবর্গ এপিকের সকল সেবায় কর্পোরেট বিশেষ সুবিধা লাভ করবেন।
প্রকাশিত শনিবার ১০ সেপ্টেম্বর ২০২২