বিয়ে নিয়ে ঝগড়া; সীতাকুন্ডে এবার ছেলের হাতে বাবা খুন
কাইয়ুম চৌধুরী, সীতাকুন্ডঃ ছেলের বিষয় নিয়ে বাবা- ছেলের মধ্যে কথা কাটাকাটি,একপর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে বাবাকে আঘাত করলে ঘটনাস্হলেই বাবার মৃর্ত্যু ঘটে।
সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ভাটিয়ারী পূর্ব হাসনাবাদ বাপ্পির কলোনীতে আজ মঙ্গলবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।
পিতা মো: বেলাল হোসেনকে (৬০) খুনের পর থেকে পুত্র হেলাল হোসেন (১৮) পলাতক রয়েছে।
স্হানী ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন জানায়, মঙ্গলবার সকাল ১০ বেকার যুবক হেলাল বিয়ে করাতে বাবার সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করেন। এতে বড় ছেলে রুবেল বাধা দিলে দুজনের ঝগড়া বেধে যায়। একপর্যায়ে রুবেলকে ছুরি দিয়ে কোপাতে থাকে হেলাল। এসময় আলমারীর গ্লাস ভেঙ্গে ফেলে হেলাল। এ সময় ক্ষিপ্ত হয়ে বাবার উপরও হামলা চালায় হেলাল, বাবার বুকের মধ্যে ছুরি চালায় হেলাল। এতে তাদের বাবা বেলাল আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে সংকটাপন্ন হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। চমেকে নেয়ার পথে তার মৃত্যু হয়। সীতাকুণ্ডের ভাটিয়ারীতে তারা ভাড়া বাসায় থাকে। তাদের স্থায়ী বাড়ী কুমিল্লায়।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে চমেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
উল্ল্যেখ,গত চারদিনে সীতাকুন্ডে তিনজন খুন, সাতজন দূর্ঘটনায়,একজন আত্মাহত্যা,একজন অজ্ঞাত লাশ উদ্ধার সহ ১১ জনের অস্বাভাবিক মৃর্ত্যু ঘটে।
প্রকাশিত মঙ্গলবার ০৬ সেপ্টেম্বর ২০২২